ঠাকুরগাঁওয়ের প্রথম ডায়াগনোস্টিক সেন্টার হাসান এক্স-রে ক্লিনিক এন্ড প্যাথলজি প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালের ডিসেম্বরে। হাজীপাড়ায় বঙ্গবন্ধু রোডের পাশে দুইটি ঘর ভাড়া নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। ২০০৮ সালে হাসান এক্স-রে তার নিজস্ব ছয়তলা ভবনে প্রতিস্থাপিত হয়। এই ভবনেরই একটি অংশে ২০১৫ সালে প্রতিষ্ঠা করা হয় হাসান জেনারেল হাসপাতাল। ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে দুটি প্রতিষ্ঠানই সংক্ষেপে ‘হাসান এক্স-রে’ নামে পরিচিত।
শুরুতে হাসান এক্স-রে একটি পারিবারিক প্রতিষ্ঠান ছিলো। পরবর্তীতে এটিকে পার্টনারশিপ ফার্মে রূপান্তরিত করা হয়। বর্তমানে চারজন পার্টনারের অধীনে হাসান এক্স-রে পরিচালিত হচ্ছে।